অনলাইন ডেস্ক: বর্তমানে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে যেখা যাচ্ছে, লাল শাড়ি পরা দাঁড়িয়ে আছেন তিনি। মুখে মিষ্টি হাসি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক।’
বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া প্রথমবারের মতো শুক্রবার ঢাকায় এসেছেন। ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন।
শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১’ শিরোনামের কনসার্ট। এরপর দিন তিনি ধরা দিলেন বাঙালি সাজে।
এর আগে ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন গায়িকা নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি।