22 C
Dhaka
Saturday, January 18, 2025

রাজধানীর সব রুটেই চালু হোক এমন ব্যবস্থা

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মাদপুর, ধানমন্ডি ও শাহবাগ হয়ে কাঁচপুর রুটে চলছে ঢাকা নগর পরিবহনের ৫০ টি বাস। সর্বনিম্ন ভাড়া দশটাকা। আর সর্বোচ্চ উনষাট টাকা।

কাউন্টারে টিকেট কেটেই বাসে উঠছেন যাত্রীরা। নেই কোন হুড়োহুড়ি। ভাড়া নিয়ে নেই কোন অভিযোগ। সব মিলে স্বস্তির এই পরিবহনে সন্তুষ্ট যাত্রীরা। তারা চান রাজধানীর সব রুটেই চালু হোক এমন ব্যবস্থা।

কেরানীগঞ্জের ঘাটারচর নগর পরিবহনের বাস কাউন্টার। কিছুক্ষণ পরপর কাচপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। প্রতিদিন ভোর থেকে এই রুটে চলছে মোট ৫০টি বাস। 

ঘাটারচর থেকে মোহাম্মাদপুর, ধানমন্ডি, সিটি কলেজ, শাহবাগ ও পল্টন হয়ে মোট বিশটি কাউন্টারে টিকেট কেটেই বাসে উঠছেন যাত্রীরা।

ওঠা নামার জন্য কোন তাড়াহুড়া নেই। যাত্রীদের যাতে কোনরকম ভোগান্তি না হয় সেই নির্দেশনা দেয়া আছে পরিবহন কর্মীদেরও।

দুপুর বারোটায়, মোহাম্মাদপুর বাস কাউন্টার থেকে একটি বাসে উঠে দেখা গেলো মতিঝিল পর্যন্ত দশটি কাউন্টারে যাত্রী ওঠানামার পর গন্তব্যে পোছাতে সময় লাগছে ১ঘন্টা ২০মিনিট। সব মিলিয়ে খুশি যাত্রীরাও।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর