বিডিনিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ আজকে আধুনিক বিশ্বের উন্নয়নের রোল মডেল, এ অর্জনের পেছনে প্রবাসীদের একটা বড় অবদান রয়েছে। ইতোমধ্যে আমরা নগরীর উন্নয়নে সিটি বন্ড চালু করেছি।’
এই রকম আরও নানা উদ্দ্যেগের মাধ্যমে দেশের উন্নয়নের সাথে প্রবাসীদের সম্পৃক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) নগরভবনে প্রবাসি বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের আধুনিক শহরগুলো যারা সবোর্চ্চ নাগরিক সুবিধা প্রদান করে, তাদের থেকে প্রযুক্তি সহায়তা নিয়ে ঢাকাকে আরও আধুনিক করতে প্রবাসীদের সহায়তা দরকার।
তিনি বলেন, ‘ঢাকাকে একটি সুন্দর, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে প্রবাসীদের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বন্ধন তৈরী করতে চাই। যাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারি।
এ সময় তিনি আরো জানান, রাজধানীর খালগুলোকে কিভাবে ইউরোপিয়ান শহরের খালের মতো করে দৃষ্টিনন্দন করা যায় সে বিষয়েও প্রবাসীদের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।