রাঙামাটি প্রতিনিধিঃ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে নন এমপিও ভুক্ত বেসরকারি ১৫১টি স্কুলের ৯৮৪জন শিক্ষকে করোনাকালীন সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি থেকে এসব অর্থ সহায়তা প্রদান করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদ এর সহযোগিতায় এসব অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলার ১৬জন দুস্থ বেসরকারি শিক্ষকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৬০হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্থ ৯৮৪জন শিক্ষকদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪৪লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, বাদল চন্দ্র দে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য প্রবর্তক চাকমা ও অংসুছাইন চৌধুরী। এরআগে সভার শুরুতে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।