26 C
Dhaka
Saturday, January 18, 2025

রাঙামাটির নানিয়ারচরে আলোচিত এ্যাড.শক্তিমান ও বর্মা হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক!

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফ দলের নেতা বর্মা হত্যা মামলার অন্যতম ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার রাত ২টায় নিজ বাসার শয়ন কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল হতে ১টি এলজি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিন্টু পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূলদলের সক্রিয় সশস্ত্র সদস্য বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা।

আটক মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা (৩৯) নানিয়ারচর উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, আটক মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা নানিয়ারচরের আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গনতান্ত্রিক) বর্মা হত্যা মামলার আসামী ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও সেনা জোনের যৌথ সহায়তায় নানিয়ারচর থানা পুলিশ মধ্য রাতে আসামীকে নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে অস্ত্র ও যাবতীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর