রাঙামাটির চন্দ্রঘোনায় উপজাতীয় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে নারানগিরি বড়পাড়া নামক এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র এক কর্মী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার মো. মারুফ আহাম্মেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, রাইখালী থেকে জেএসএস এর একটি সশস্ত্র দল রাজস্থলী যাওয়ার পথে নারানগিরি বড়পাড়া নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী এমএনপি’র সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
কয়েক দফায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে বিকেলে জেএসএস-এমএনপি’র সন্ত্রাসীরা কচুরিপাড়া এলাকায় আবারও কয়েশো রাউন্ড গুলি বিনিময় করে।