22 C
Dhaka
Saturday, January 18, 2025

রাঙামাটিতে শহীদ এম.আবদুল আলীর ৫০ তম শাহাদাৎ বার্ষিকী পালন

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধি: মুক্তিযোদ্ধা শহীদ এম.আবদুল আলীর ৫০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এম আবদুল আলীর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে শহিদ আবদুল আলীর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ এম.আবদুল আলী ১৯৭০ সালে ২০ নভেম্বর এসডিও তথা মহকুমা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে রাঙামাটি মহকুমা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি জেলার মুক্তিযুদ্ধাদের সংগঠিত করেন। এসময় তিনি পাক হানাদার বাহিনী কতৃক ধৃত হন। পরে ১৯৭১ সালে ২৭ এপ্রিল এই দিনে তাকে নির্মম ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনীরা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর