করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় আজ থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য জেলা রাঙামাটিতে সকল দোকানপাঠ ও শপিং মল বন্ধ রয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্য মুদিদোকান, কাঁচা বাজার সহ ঔষধের দোকান খোলা রয়েছে।
রিকশা বিহীন রাঙামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি নিষেধ সফল ভাবে পালিত হচ্ছে। রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের বেশ কয়েকটি মোবাইল টিম রাঙামাটি শহরে কাজ করছে। জেলা প্রশাসনের সাথে সেনা-বিজিবি-পুলিশ-র্যাব ও আনসার সদস্যরা মোবাইল টিমে সহযোগিতা করছে।
এদিকে গত দুই দিন ধরে বৃষ্টির কারণে রাঙামাটির জনজীবন বিপর্যস্থ হয়ে উঠেছে। বৃষ্টির কারণে সরকারের বিধি নিষেধ আরো কঠোর ভাবে পালিত হচ্ছে। লোকজন বাড়ীঘর থেকে বের হতে পারছে না।