16 C
Dhaka
Sunday, January 19, 2025

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো হিজরাদের দ্বীন ও কোরআন শিক্ষামূলক আলোচনা

চাকুরির খবর

বিডিনিউজ ডট গ্লোবাল ডেস্ক

গত ২৬ জুন ২০২১ খ্রি. শনিবার ‍ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্কে অনুষ্ঠিত হলো হিজরাদের দ্বীন ও কোরআন শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ শহরে বসবাসকারী বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন হিজরা উপস্থিত ছিলেন। আলোচনায় হিজরাদের সকল ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা উঠে আসে। হিজরারা বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনাচরন নিয়ে অনেক নেতিবাচক মনোভাব আছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না। ফলে আমাদের প্রায়ই অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। আমাদের কেউ তো কাজেও রাখতে চায় না। তাই দ্বীনি শিক্ষার মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমরা বিশ্বাস করি।

হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে হাফেজ মাউলানা মুফতি নোমান আহমেদ রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম ও জসিম উদ্দীন এবং প্রবাসী শিক্ষার্থী আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মোছা: সৃষ্টি সিদ্দিকা জেসমিন। তিনি প্রায় দুই বছর যাবত হিজরাদের বিভিন্ন রকম সমস্যা সমাধানের পাশাপাশি দ্বীন ও কোরআন শিক্ষার উদ্দোগ নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২১ খ্রি. সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডে হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষাকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। হিজরাদেরকে ফরজ কাজসমূহ ও হালাল-হারাম সম্পকে শিক্ষা দেয়া উচিত। তিনি মনে করেন, মহান আল্লাহতায়ালার অশেষ মেহেরবাণীতে নতুন প্রজন্ম হিজরাদের জন্য নুরানী হাফিজিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি, যার মাধ্যমে সমাজের অবহেলিত হিজরারা দ্বীন ও কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে।এই দ্বীনি খেদমতে তিনি সমাজের বিত্তশালীদের সহযোগীতা কামনা করে বলেন, আপনাদের নিকট বিনীত আরজ-হিজরাদের দ্বীন ইলমে শিক্ষালাভের সুযোগ দানে সহায়ক হউন, মহান আল্লাহপাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করবেন।

পরিশেষে, হিজরাদের সমস্যার সমাধান কল্পে ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর