21 C
Dhaka
Friday, November 22, 2024

ম্যানইউয়ের বিপক্ষে টানা তিন জয় দেখেছে সিটিজেনরা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এদিন ইতিহাদ স্টেডিয়ামে হালান্ডের পাশাপাশি হ্যাট্রিক করেছেন ইংলিশম্যান ফিল ফোডেনও। এই দুই সিটি তারকার হ্যাট্রিকে খেলার ৭২তম মিনিটের মধ্যে ৬ গোল পূর্ণ করে ফেলে আকাশী নীল জার্সিধারীরা। আর তাতেই ইতিহাদ যেন সমর্থকদের চিৎকারে এবং সিটির নীলে ছেয়ে গেছে।

এদিন ম্যাচ দেখতে এসেছিলেন রেড ডেভিলদের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এদিন মাঠে নামেননি তার প্রিয় শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এদিন সাবেক কোচের সামনে ম্যানইউয়ের জন্য সান্ত্বনার তিনটি গোল নিয়ে আসেন অ্যান্টনি এবং অ্যান্থনি মার্শাল। এর মধ্যে মার্শাল করেন জোড়া গোল।

ইতিহাদে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ম্যানসিটি। যার ফল মেলে খেলার ৮ম মিনিটেই। বার্নান্দো সিলভার পাস থেকে আলতো টোকায় ডেভিড ডি গিয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ফোডেন।

ম্যানচেস্টার ডার্বিতে এই নরওয়েজিয়ানের প্রথম হ্যাট্রিকের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে দুমড়ে মুচড়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এরফলে প্রথমবারের মতো ম্যানইউয়ের বিপক্ষে টানা তিন জয় দেখেছে সিটিজেনরা।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সিটির ফুটবলাররা। সেখান থেকে ফিরলে ম্যাচের ৫৬তম মিনিটে প্রথম গোল দেখে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে রেড ডেভিলদের পক্ষে বল জালে জড়ান অ্যান্টনি।

অবশ্য সেই গোল দেওয়ার পরে আরও দুই গোল হজম করে ম্যানইউ। এরমধ্যে ৬৪তম মিনিটে বদলি সার্জিও গোমেজের পাস থেকে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় হ্যাট্রিক পূর্ণ করেন হালান্ড। এ নিয়ে ইংলিশ লিগে ৮ ম্যাচে ১৪ গোল করেছেন হালান্ড। সব লিগ মিলিয়ে ১১ ম্যাচে সিটির জার্সিতে করেছেন ১৭ গোল।

নিজে হ্যাট্রিক পূর্ণ করার পর ম্যাচে নিজের জোড়া অ্যাসিস্টে সতীর্থ ফোডেনকেও হ্যাট্রিকের স্বাদ পেতে সাহায্য করেছেন। এর আগে ১০ ম্যাচে সিটির জার্সিতে ১ গোল করা হালান্ড এই ম্যাচেই করলেন জোড়া অ্যাসিস্ট। ৭২তম মিনিটে হালান্ডের পাস থেকে হ্যাট্রিক পূর্ণ করেন ফোডেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর