26 C
Dhaka
Thursday, November 21, 2024

মোদি সত্যিই ভারতের বিষয়ে চিন্তা করেন: ইলন মাস্ক

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি খুবই দারুণ ছিল এবং আমি তার খুব ভক্ত। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন।

আমরা একে অপরকে বেশ আগে থেকেই চিনি। আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। আমি মনে করি, বিশ্বের যেকোনো বড় দেশের চেয়ে ভারতের সম্ভাবনা অনেক বেশি।

এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন। সে সময় ইলন মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।  

কবে নাগাদ ভারতের বাজারে আসছে টেসলা এমন এক প্রশ্নের জবাবে টুইটারের মালিক ও টেসলার প্রধান নির্বাহী বলেন, আমি নিশ্চিত যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতের বাজারে চলে আসবে।’

মোদির প্রশংসা করে মাস্ক বলেন, প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভারতের বিষয়ে চিন্তা করেন। কারণ তিনি আমাদের ভারতে বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছেন।

আমাদের শুধু সঠিক সময় বের করতে হবে।’ মাস্ক আরও বলেন, ‘তিনি সত্যিই ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি উন্মুক্ত হতে চান, তিনি কোম্পানিগুলির প্রতি সমর্থন দিতে চান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর