33 C
Dhaka
Saturday, September 7, 2024

মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক বন্ধ: তথ্যপ্রতিমন্ত্রী

চাকুরির খবর

মেটা থেকে যেটা করা হচ্ছে বা বলা হচ্ছে; এটা তো তারা বাংলাদেশের কিছু মানুষকে ব্যবহার করে তাদেরকে দিয়ে করিয়েছে। তার ফলে দেখা যাচ্ছে যে, ৯৮টি পেজ ও ৫০টি ফেসবুক অ্যাকাউন্টের কথা বলছে এগুলো সব আওয়ামী লীগের পেজ। ঠিক আছে হতে পারে, দেখলেই বোঝা যায়। যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে আর বিএনপির বিপক্ষে কথা বলে; তাহলে তো বোঝা যাবে তারা আওয়ামী লীগ।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষে যারা, তারা তো আওয়ামী লীগ হবে। কিন্তু তাদের আউটফোর্স করল এটাই যে, ১৪৮টা অ্যাকাউন্ট ও পেজ সবগুলো আওয়ামী লীগের পেল, কী করে, ওরা কারা। মেটার উচিত ওদের পরিচয় অনুসন্ধান করা। এটা যে একটা একপাক্ষিক প্রতিবেদন সেটা বোঝা যায়। ওই প্রতিবেদনে ১৪৮টা পেজ থেকে বিরোধীদল বিএনপি, বিএনপির দুর্নীতি নিয়ে বলেছে, তা তো বলবেই। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কী আছে, এ রকম কোনো কিছু আমি পাইনি।

তিনি আরও বলেন, এরপর তারা (মেটা) বলছে যে, যারা এটা চালায়, তাদের পরিচয় তারা পাইনি।  গোপন করা আছে, খুব ভালো কথা। তারপর তারা আবার বলছে, তাদের অনুসন্ধানে পাওয়া গেছে এরা এমন ব্যক্তি, যারা আওয়ামী লীগে সাথে, সিআরআইয়ের সাথে সংযুক্ত।  

ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনের ব্যক্তিরা কীভাবে আওয়ামী লীগ ও সিআরআইয়ের সঙ্গে যুক্ত, তা মেটা উল্লেখ করেনি। তারা যে কারণগুলোর কথা বলেছে, সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্যও নেই। প্রতিবেদনটি স্ববিরোধী। আওয়ামী লীগের সমর্থক বিএনপির দুর্নীতি নিয়ে তো কথা বলবেই। কোন ব্যাপারটি অসত্য, সেটা মেটা উল্লেখ করেনি,’ বলেন তিনি।
 
তথ্যপ্রতিমন্ত্রী বলেন, মেটা তার নামের সঙ্গে একটা কলঙ্কযুক্ত করছে, এসব যদি করে তাহলে সতর্ক হতে হবে তাদেরকে। মেটাকে বলতে হবে সতর্ক হও। যাকে তাকে দিয়ে যেন প্রতিবেদন না করে, তাহলে তার গ্রহণ যোগ্যতা থাকবে না। তারা যদি অনুসন্ধান না করে, প্রতিবেদনগুলো যে একপাক্ষিক হচ্ছে, এগুলো নিয়ে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ব্যবস্থা নেব।

মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বাংলাদেশের ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলেও জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর