ওই মামলার শুনানির দিন আগামী ২৯ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যু ঘিরে আত্মহত্যার প্ররোচনার মামলা থেকে একমাত্র অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নাম বাদ দিয়ে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
গত ১৯ জুলাই পুলিশ ওই প্রতিবেদন জমা দেয়।
ওই মামলার শুনানির দিন আগামী ২৯ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা এবং গুলশান পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা ১৯ জুলাই আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্তে যা বেরিয়ে এসেছে, তা বিচারাধীন বিষয় বলে এ ব্যাপারে আর কোনো তথ্য দিতে বা মন্তব্য করতে রাজি হননি ওসি।
বলে রাখা ভালো, গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে ওই কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সে রাতেই বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মুনিয়ার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।