21 C
Dhaka
Friday, November 22, 2024

মিস ইউনিভার্স বাংলাদেশের চূড়ান্ত পর্বে ১০ প্রতিযোগীর লড়াই

চাকুরির খবর

আগামী ২০ মার্চ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ স্লোগান নিয়ে এগিয়ে চলছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতা।

পর্যায়ক্রমে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে খুব দ্রুতই চূড়ান্ত ধাপে এসে গেছে এই বিউটি পেজেন্ট। এখন টিকে রয়েছেন ১০ জন।

গত সম্প্রতি তাদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল এক গেট টুগেদার। সেখানে হাজির ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, স্পন্সর ও আয়োজকরা।

সেরা দশের সঙ্গে পরিচয় পর্ব, কথাবার্তা ও আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। তাদের এই নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে আশা, ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবার, পড়ালেখা- সবকিছু নিয়েই তারা কথা বলেন।

এ সময় আয়োজকরা বলেন, তারা পুরো বিউটি পেজেন্ট নিয়ে আশাবাদী। আগামী ২০ মার্চ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুন্দরীদের অনেক ধরনের অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা তাদের আগামী দিনগুলোতে ক্যারিয়ার গড়তে সহযোগিতা করবে।

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরবেন এই প্রতিযোগীরা।

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর এই আয়োজন নারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।’

নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা ও তৌহিদা তাসনিম তিফা।

পড়াশোনা, শখ, শিক্ষা- সবকিছু ভিন্ন হলেও সবারই লক্ষ্য এক- নিজেকে সামনে এগিয়ে নিয়ে মুকুট জয় করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা।

উল্লেখ্য, গত ২ মার্চ আরটিভি স্টুডিওতে নির্বাচিত হয় শেষ ও চূড়ান্ত ১০ মেধাবী সুন্দরী। সেরা এই ১০ প্রতিযোগী এবার লড়বেন মুকুটের জন্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর খেতাবের জন্য।

জানা গেছে, জানুয়ারি ২০২১ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশ-এর মিস ইউনিভার্সের এই দ্বিতীয় আসরের। গতবারের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক এবারও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন।

এবার যুক্ত হলো পাওয়ার্ড বাই পার্টনার গোদরেজ বাংলাদেশ।

আয়োজনটির টেলিভিশন পার্টনার আরটিভি, ক্রাউন পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড, মেকওভার পার্টনার পারসোনা, পিআর পার্টনার নর্থব্রুক কনসালটেন্টস, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা, ওয়েলনেস পার্টনার রেজুভা, অডিট পার্টনার এ. ওয়াহাব অ্যান্ড কো.।

সহযোগী স্পন্সর ফ্লোরা টেলিকম, স্পেকট্রা কনভেনশন সেন্টার, থাইরো কেয়ার, সুগন্ধা এন্টারপ্রাইজ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর