27 C
Dhaka
Tuesday, July 29, 2025

মিরপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

চাকুরির খবর

রাজধানীর মিরপুরের পল্লবীতে শাহিন উদ্দিন (২৩) নামে এক যুবককে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ মে) বিকেল ৫টার দিকে মিরপুর ১২ নম্বরের ডি-ব্লকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা- আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শাহিনকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পল্লবীর ওই এলাকায় শাহিনের সঙ্গে তার প্রতিপক্ষের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর