22 C
Dhaka
Saturday, January 18, 2025

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আবারো বাড়লো

চাকুরির খবর

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।
দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরপিভির খবরে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এ কারন দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয়মাস বাড়ানোর ঘোষণা দেন যা ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে।
সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করেছিল।
জুলাইয়ে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) বৈঠকে বসে।
এদিকে এর আগে সামরিক সরকার আগস্টে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল।
দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারনে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর