25 C
Dhaka
Saturday, January 18, 2025

মাহির সদ্য বিবাহিত স্বামী রকিবের প্রথম সংসারের দুই সন্তান!

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: এরপর গুঞ্জন ওঠে মাহি রকিব সরকার নামের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করছেন। তবে সেই বিষয়ে তখন ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ বলে উড়িয়ে দিয়েছিলেন এই চিত্রনায়িকা। কিন্তু শেষ পর্যন্ত সোমবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে জানান, সেই ‘জাস্ট ফ্রেন্ড’ রকিবের সঙ্গেই দ্বিতীয় বিয়ের কাজটা সেরে ফেলেছেন তিনি। এর মধ্যেই দিয়ে স্বপ্ন ভঙ্গ হলো রকিবের প্রথম স্ত্রী স্বপ্না আক্তারের।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহির সদ্য বিবাহিত স্বামী রকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামী রকিব সরকারের সঙ্গে তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারের এখনও ডিভোর্স হয়নি। গাজীপুর রকিবের কাছেই থাকছেন তিনি। বিয়ের কথা শুনে অঝোরে কাঁদছেন স্বপ্না আক্তার।

কিন্তু বিভিন্ন সময়ে মাহির শরীরের অংশ বিশেষের ছবি নিজের সঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন রকিব সরকার। এমন সম্পর্কের কারণেই কি- প্রথম সংসারের দাম্পত্য জীবনের অশান্তি নেমে এসেছে কিনা এমনটাই প্রশ্ন নেটিজেনদের। একইভাবে এই সম্পর্কের জেরেই কি প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটেছে কিনা? সেই প্রশ্নও অনেকের।

তবে বিয়ের খবর প্রকাশ্যে আসায় সাবেক স্বামী ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু মাহির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

রকিব সরকার, ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনীতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি গাজীপুরেই আছেন। সঙ্গে রয়েছে তার প্রথম সংসারের দুই সন্তানও। রকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

এছাড়াও তিনি গাড়ি ব্যবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার। এটি মাহি ও রকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে। রকিব তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারকে ডির্ভোস না দিয়েই বিয়ে করেন মাহিকে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর