21 C
Dhaka
Friday, November 22, 2024

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মাহাথির মোহাম্মদ

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে তিনি হৃদরোগজনিত কারণে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তার হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি হয়েছে। এ ছাড়া তিনি কোভিড-১৯ রোগের চিকিৎসা শেষে গত মাসেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহথির এসব কথা জানান। মাহথির মালয়েশিয়ায় দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি আবার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মাহাথির মোহাম্মদ। যদিও তার বয়স এখন ৯৭ বছর। তবে নির্বাচনে জোট দল জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

তবে তিনি এখন নির্বাচনে লড়াই করার মতো যথেষ্ট সুস্থ আছেন বলে দাবি করেছেন। মালয়েশিয়ার পার্লামন্টে গত সোমবার ভেঙে দেয়া হয়েছে। বিবিসি

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর