25 C
Dhaka
Friday, November 22, 2024

মারধরের শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আনসার সদস্য বরখাস্ত

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শরীফ ও মাসুদ নামে অভিযুক্ত দুই আনসার সদস্যকে হাসপাতাল থেকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করেছে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই আনসার সদস্যের হাতে মারধরের শিকার হয়েছেন ঐশ্বর্য সরকার নামে এক শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্র।

বরখাস্ত হওয়া তিন আনসার সদস্য হলেন মো. মাসুদ, মো. শরীফ ও মো. শফিকুল। তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ছিলেন।

ভুক্তভোগী ঐশ্বর্য সরকারের অভিযোগ, মাথাব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসেছিলেন চিকিৎসা নিতে। এ সময় টিকিট সংগ্রহের লাইনে দাঁড়ানো নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

বিষয়টি লক্ষ করে এগিয়ে এসে আনসার সদস্যরাও বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করেন আনসার সদস্যরা। একপর্যায়ে কিলঘুষি দিয়ে মাটিতে ফেলে বন্দুক দিয়ে পেটানো হয় বলে অভিযোগ করেন তিনি।

নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বলেন, চিকিৎসা নিতে এসে যেভাবে আমায় পিটিয়েছে তা সামনে থেকে কেউ না দেখলে বুঝতো না। আমার শার্ট, ব্যাগ ছিঁড়ে ফেলেছে। চশমা ভেঙে দিয়েছে। সারা শরীরে লাঠি আর বন্দুক দিয়ে পিটিয়ে জখম করেছে। আমি জড়িতদের বিচার চাই।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ওয়ায়েজ উদ্দিন ফরাজি বলেন, ‘দুপুর দুইটার দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষার্থীকে মারধরের সত্যতা পাওয়া যায়। তখনই দুই আনসার সদস্যকে ময়মনসিংহের আনসার ক্যাম্পে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান সহকারী জেলা কমান্ডেন্ট সোহাগ পারভেজ।

অন্য সদস্যরা হলেন জেলা সার্কেল অ্যাডজুটেন্ট ওসমান গণি ও উপজেলা আনসার কমান্ডার রমজান মিয়া। আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর