27 C
Dhaka
Friday, November 22, 2024

মানুষের যত রাগ আমার ওপর, তাহসানের ওপর নেই: মিথিলা

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছেন, ‘‘মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেন আমি বিবাহবিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এসব করতে নেই।

তাহসানের ওপর রাগ নেই, যত রাগ আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? আর সৃজিত তো ইসলাম ধর্মের না। আমি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছি। আমি নাকি ‘চরিত্রহীন মা’। এই ‘অসভ্য’ মা ‘অসভ্য’ জাতির জন্ম দেবে।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিতের সাথে তার সম্পর্ক নিয়ে মানুষের বিরূপ মন্তব্য প্রসঙ্গে এক সাক্ষাৎকারে করা প্রশ্নের জবাবে মিথিলা এসব কথা বলেন।

সামাজিক মাধ্যমে তাকে ‘অসভ্য’ বলে মানুষ নিজে অসভ্যতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে মিথিলা আরও বলেন, ‘‘বর্তমান সময়ে অরুচিকর কথা বেড়েছে।

আমাকে ‘অসভ্য’ বলে মানুষ নিজে যে অসভ্যতার পরিচয় দিচ্ছে সেটা আগামী পৃথিবীর জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। সময় এসেছে সবাই মিলে এসবের প্রতিবাদ করার।’’

মিথিলাকে কটাক্ষ নিয়ে তাহসানের সরব হওয়া প্রসঙ্গে আনন্দবাজারের সাথে আলাপে মিথিলা বলেন, ‘‘আমরা আজও বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দু’জনে এক বাচ্চার বাবা-মা।

আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি। আমার আর তাহসানের স্বাভাবিকতার জন্যই আয়রা আমায় আজ বলতে পারে, ‘মা আমি বাবার কাছে যাব’।

আমার অন্যান্য বন্ধুদের তো দেখেছি বিবাহ বিচ্ছেদের পরে পারস্পরিক সম্পর্ককে তারা এত তিক্ত করেছে যে তার প্রভাব বাচ্চার ওপর এসে পড়েছে। আয়রা সেখানে স্বাভাবিক পরিবেশে বড় হচ্ছে।’’

আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর