মাগুরা প্রতিনিধি: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ ) মাগুরা জেলা শাখার আয়োজনে ও ইয়েস-বাংলাদেশ এবং অপারেজেয় বাংলাদেশের সহযোগিতায় গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা জেলা প্রেসক্লাব মিলানায়তনে এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক এ সাধারণ সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা এনসিটিএফের সভাপতি তিশা বৈদ্য।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ইয়থ ভল্যান্টিয়ার সোনিয়া আফরিন সোমা, মাগুরা জেলা এনসিটিএফের সাধারন সম্পাদক সুলতান শেখ, সাংগঠনিক সম্পাদক আনিকা পারভীন, জেলা ভল্যান্টিয়ার সাবিহা মাহবুব লিজা এবং রাহিবুজ্জামান খান সহ জেলার এনসিটিএফ সদস্যরা।
বার্ষিক এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ খান। এনসিটিএফের দ্বি-বার্ষিক কমিটির বার্ষিক সাধারণ সভায় এক বছরের কর্ম পরিকল্পনা করা হয়।
কর্ম পরিকল্পনার মধ্যে তারা বলেন, শিশুদের অধিকার রক্ষায় আইন প্রতিষ্টা করতে হবে। গ্রাম পর্যায়ে শিশুদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিদ্যালয়ের সামনে জেব্রাক্রসিং তৈরী করতে হবে।
জাতীয় দিবস গুলোতে শিশুদের বিনোদন মূলক কার্যক্রম রাখতে হবে। তাছাড়াও তারা জানান, সকল শিশুদরে মৌলিক অধিকার পূরনে জনগনকে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালার আয়োজন করতে হবে।
উল্লেখ্য, সারা বাংলাদেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোস ( এনসিটিএফ ) শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।