25 C
Dhaka
Saturday, January 18, 2025

মাগুরায় আলোচিত পাখি মাস্টার হত্যার খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

চাকুরির খবর

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের মসজিদের ভেতর পাখি মাষ্টারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ।

সোমবার সকাল ১১ টায় মহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত পাখি মাস্টার ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে এবং পলাশবাড়িয়া উত্তর-পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কমরত ছিলেন।

শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সভাপতি এম রেজাউল করিম চুন্নু, সাধারন সম্পাদক শরিফ মো: মাহাবুবুর রহমান, আর এস কে এইস ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক কে এম নাসিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক ইউনুস আলী সর্দার , প্রধান শিক্ষক মো: আলিমুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মসজিদের ভেতরে একজন শিক্ষককে নৃশংস ভাবে খুনের এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন তারা।

মানববন্ধনে শিক্ষকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষক পরিবারের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য ,পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার বিকালে আসরের নামায আদায়ের আগ মুহুর্তে পাখি মাষ্টারকে মসজিদের ভেতরে পিটিয়ে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর