মাগুরায় সংঘবদ্ধ আন্তজেলা গরু চোর চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া আট লক্ষাধিক টাকা মুল্যের তিনটি গরু উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে টায় মাগুরা সদর থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সামনে আটকের বিস্তারিত বিষয় তুলে ধরেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম।
আটককৃতরা হলো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ইমদাদুল হোসেন রিপু (২৭), একই জেলার রামপাল এলাকার ইমদাদুল আকন্দ (৩০), খুলনা রুপসা এলাকার রাজিব গাজি (২৪), দিঘিনালা এলাকার গোলাম রসুল ফকির (৩৫), খুলনা তেরখাদার রাব্বি হোসেন রাসেল (২১), গোপালগঞ্জ সদরের শামসু শেখ (৩০), বিধান উঝা (৫৮) ও উপজেলার টুঙ্গিপাড়ার বায়েজ আলি রফিক (৫৫)।
আটককৃতদের কাছথেকে চুরির তিনটি গরুসহ চুরির নানা সরঞ্জাম ও চুরির কাজে ব্যাবহিত একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা পুলিশ সুপার জাহিরুল ইসলাম জানান, সম্প্রতি মাগুরা সদরের বেলনগর এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত রুহাত ডেইরি ফার্ম হতে উন্নত জাতের মুল্যবান তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে সদর থানায় ফার্ম মালিকের দায়ের করা মামলার সুত্রধরে বিশেষ অভিযানের মাধ্যমে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জের
বিভিন্নস্থান থেকে প্রথমে চোর চক্রের পাচ সদস্যকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ হতে চুরির তিনটি গরুসহ চক্রের আরও তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় এদের কাছ থেকে চুরির কাজে ব্যাবহীত একটি ট্রাক ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আটককৃতরা সকলেই পেশাদার অপরাধী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এরা দেশের বিভিন্ন অঞ্চলে কৌশলে ট্রাকে করে রাতের আধারে মহাসড়কের আশেপাশের এলাকায় বানিজ্যিক খামারিসহ গেরস্তদের গরু চুরি করে থাকে বলে জানান।
রুহাত ডেইরি ফার্মের মালিক মিজানুর রহমান চপল জানান, গত ১৫ই জুন ভোররাত্রে বেলনগর এলাকায় তার ডেইরী ফার্ম হতে আট লক্ষ টাকা মুল্যের তিনটি উন্নত জাতের গাভিন গরু চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে সেই দিনই সদর থানায় চুরির মামলা দায়ের করেন তিনি। মামলার পর সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন দিক সামনে রেখে তদন্তে নামে পুলিশ।
আজ সেই চুরির ঘটনায় জড়িত চোরসহ চুরি যাওয়া তিনটি গরুই উদ্ধারের পর ফেরত দেয়া হচ্ছে। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে চুরির ঘটনা উদঘাটন ও গরু উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের প্রতি সন্তষ্টি প্রকাশ করেন তিনি।