33 C
Dhaka
Tuesday, April 8, 2025

ময়মনসিংহে স্কাউটস দিবস উদযাপন

চাকুরির খবর


ময়মনসিংহ: ‘সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) দেশব্যাপী পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। ময়মনসিংহ জেলায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা স্কাউটসের সভাপতি ও মাননীয় জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এদিন জেলার স্কাউট সদস্য, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়।

ময়মনসিংহ জেলা স্কাউটস কার্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর স্কাউটসের আদর্শবাণী পাঠ, সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটদের উদ্দেশে বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়াই স্কাউটিংয়ের মূলমন্ত্র। সমাজের জন্য নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করতে হবে তোমাদের।”

জনাব আলম তাঁর ভাষণে স্কাউট আন্দোলনের ইতিহাস ও ভূমিকা স্মরণ করে বলেন, “১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটসের যাত্রা শুরু হয় স্বাধীন দেশের তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে। আজ ৫৩ বছর পরও এই সংগঠন তরুণদের মধ্যে সহনশীলতা, সহযোগিতা ও স্বাধীনচেতা ভাবনা গড়ে তুলতে নিরলস কাজ করছে।” তিনি স্কাউট সদস্যদের উদ্দেশে আরও যোগ করেন, “প্রতিটি প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। স্কাউট হিসেবে তোমরা শুধু পরিস্থিতি মোকাবিলাই করবে না, সমাজের রোল মডেল হয়ে উঠবে।”

ব্রিটিশ জেনারেল রবার্ট ব্যাডেন পাওয়েল ১৯০৭ সালে ইংল্যান্ডের গিলওয়েলে বিশ্বের প্রথম স্কাউট ক্যাম্প আয়োজন করেন, যা পরবর্তীতে বৈশ্বিক স্কাউটিং আন্দোলনের ভিত্তি হয়ে ওঠে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল তৎকালীন গভর্নর আব্দুল মোনেম খানের নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের ৬৪টি জেলায় ১.৫ মিলিয়ন সদস্য নিয়ে এই সংগঠন যুবসমাজকে নৈতিক ও শারীরিক শিক্ষায় সমৃদ্ধ করছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর