আজ বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের আয়োজনে এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এর আলোকে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, প্রসবকালীন যত্ন এবং সুস্থ ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।
সকাল সাড়ে ৮টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, দক্ষ ধাত্রীর সহায়তা, পরিবার পরিকল্পনা, টিকাদান এবং পুষ্টি কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের গৃহীত মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার কমানোর পদক্ষেপগুলোর সাফল্য তুলে ধরেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সল আহমেদ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের ভূমিকা এবং এনজিও ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে অংশীদারিত্বের মাধ্যমে সেবার মানোন্নয়নের কথা উল্লেখ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ (পপুলেশন প্ল্যানিং) কর্মকর্তা ডাঃ শাহজাহান কবীর সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততার আহ্বান জানান। এ সময় জুনিয়র কনসালটেন্ট (বক্ষব্যাধি) ডাঃ নাসির উদ্দীন নিরাপদ প্রসব ও মাতৃস্বাস্থ্যের সাথে যক্ষ্মা প্রতিরোধের সম্পর্ক ব্যাখ্যা করে বলেন, “সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করলে যক্ষ্মার মতো রোগের বিস্তার রোধ করা সম্ভব।”বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডব্লিউএইচও’র কারিগরি সহায়তা ও আর্থিক অনুদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এনজিও প্রতিনিধিরা সরকারি উদ্যোগের সাথে সমন্বয় করে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাগণ স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে শিক্ষামূলক প্রচারাভিযানের পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে এমওসিএস, এমওডিআরএস, স্বাস্থ্য বিভাগের কর্মচারীসহ সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর শপথ নেন। এছাড়া, অনুষ্ঠানস্থলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প ও শিক্ষামূলক লিফলেট বিতরণ করা হয়।