30 C
Dhaka
Tuesday, April 8, 2025

ময়মনসিংহে ঈদুল ফিতর উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

চাকুরির খবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের বিশেষ অভিযান চলছে। অসাধু পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। তার তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা ও গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের অভিযোগে অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ পরিবহন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়। এছাড়া, ট্রাকে অবৈধভাবে যাত্রী পরিবহনের ঘটনায় বাধা দেওয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, “ঈদে যাত্রীদের হয়রানি ও অস্বাভাবিক ভাড়া আদায়ের কোনো অপপ্রয়াসই সহ্য করা হবে না। মোবাইল কোর্টের পাশাপাশি অভিযান চলমান থাকবে, যাতে কেউ ন্যায্য ভাড়ার বাইরে আদায় করতে না পারে।” যাত্রীদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর