...
Saturday, May 17, 2025

ময়মনসিংহে ইসরাইলের হামলা প্রতিবাদে মানববন্ধন: বিএনপি নেতৃত্বে ছাত্র-শিক্ষকের সংহতি

চাকুরির খবর


ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এই কর্মসূচির আয়োজন করে হালুয়াঘাট উপজেলা, পৌর ও কলেজ জাতীয়তাবাদী ছাত্র দল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ইসরাইলের “যুদ্ধাপরাধ” ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেন। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে “গাজার শিশুদের রক্ষা করো”, “ইসরাইলি সন্ত্রাস বন্ধে স্লোগান দেন। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে একটি স্মারকলিপি প্রকাশ করা হয়, যা জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের কাছে প্রেরণের ঘোষণা দেওয়া হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাঁর বক্তব্যে বলেন, “গাজায় চলমান নৃশংসতা মানবতার মুখে চপেটাঘাত। বিশ্বনেতারা যদি ন্যায্যতার পক্ষে দাঁড়াতেন, তাহলে ইসরাইল এতদিন ধরে এই গণহত্যা চালিয়ে যেতে পারত না।

গত এক মাসে গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা, স্থল আক্রমণ ও নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৭০% নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইতিমধ্যে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করলেও কোনো কার্যকর পদক্ষেপ এখনো গৃহীত হয়নি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নিয়ে গণআন্দোলন তীব্র হচ্ছে, যার ধারাবাহিকতায় হালুয়াঘাটে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, “আমরা চাই গাজায় যেন শিশুরা নিরাপদে স্কুলে যেতে পারে। বিশ্ব নেতারা কেন তাদের রক্ষা করছেন না?”

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.