মন নামক শকুন
__সাজিয়া সুলতানা মিম
এক জীবন,শত স্বপ্নের বসবাস
অর্ধ আয়নাই প্রতিনিয়ত ছদ্মবেশীর দীর্ঘশ্বাস
ভালোবাসা নেই নেই!
তলোয়ারের ধারে হত্যা হতে প্রস্তুত বিবেক
স্বার্থপরতা আবদ্ধ ছিন্ন সমাজের অন্তরে
ভাবনারা ছিনতাই হয়ে চলেছে বারে বারে,
জমাট মিছিলে হাতে ব্যানার নিয়ে মুখে প্রতিবাদ
টাটকা রক্ত শুকিয়ে মচমচ করে তবু নেই বিচার।
অ্যালবামে বন্দী বোবা ছবিগুলো
আধাঁর মৃত্যু চায় অনুমতি ছাড়া
একমুঠো শব্দ কুড়িয়ে ঝোলা ভর্তি করছে সাহিত্য,
কল্পফুল দিয়ে মালা গাঁথতে ব্যস্ত
বাস্তব নগরের দেহ রোদে ক্লান্ত!
তৃষ্ণার্ত পাখি খাঁচায় জল খুঁজে না পেয়ে
হয়রান নীল বাক্সের চিরকুট মৃত মাকড়সার শোকে শোকাহত,
ঘুমের গভীরে মৌমাছির নগ্ন চিন্তার আসর
তাস নেশার জন্য বেধেঁছে ভিন্ন ঘর।
মুখোশের রং চর্চায় রঙ্গিন অভিনয় অপেক্ষা গুণে
নতুন দিনের আলো আসবে বলে,
মন নামক শকুন পচাঁ ঘ্রাণে
নিখোঁজ এভাবেই জীবন চলছে
ঘড়ির তিন কাটার মতো।