মনের মেঘ
– জয়ন্ত পন্ডিত
আমি পাড়ি দিতে রাজি
বড় কোন খরস্রোতা নদী
যদি তুমি রাখ একবার আমার এচোখে,
তোমার লাজুক ও-ই দুটি চোখ।
আমি প্রতিদিন হয়ে যাই খুন
তোমার লাল ঠোঁটের বাকানো
মুচকি হাঁসিতে।
আমি নিজেকে হারাই বার বার
তোমার স্যাম্পু করা এলোচুলে।
আমি প্রতিনিয়ত নিজেকে খুঁজে
বেড়াই তোমার মাঝে।
আমার সকল ভালবাসা হাওয়ায় মিলায়
যদি দেখি আমার কারণেই
তোমার চাঁদ মুখে মেঘেরা
খেলা করে আনমনে।
তোমার মনের আকাশে জমে থাকা
মেঘেরা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়!
তাই তোমার মনের আকাশের মেঘ সরিয়ে দিতে
আমি নিজেকেই না হয় সরিয়ে
নিলাম তোমার হতে।
মেঘমুক্ত আকাশে তুমি বেঁচে থেক
তোমার মতো করে।