22 C
Dhaka
Saturday, January 18, 2025

গ্যাস সংকটে ভোগান্তিতে ঢাকা নগরবাসী

চাকুরির খবর

তীব্র এই গ্যাস সংকট নগরবাসীর জীবনে বয়ে এনেছে ভোগান্তি আর দুর্ভোগ।  

সরেজমিনে, রাজধানীর বাংলামটর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, পান্থপথ এলাকা ঘুরে জানা গেছে তীব্র এই গ্যাস সংকটের খবর। এলাকাগুলো ঘুরে কথা হয়েছে বেশ কয়েকজনের সঙ্গে।

এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্যাস সংকট সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সকাল ৭ টার পর থেকে। বিকেলের দিকে খানিক সময় গ্যাস পাওয়া গেলেও সন্ধ্যার পর ফের সংকট দেখা দিচ্ছে।

অনেকেই আবার অভিযোগ করছেন, গ্যাস সংকটের কারণে বেড়েছে সিলিন্ডার গ্যাসের দাম। যদিও গ্রাহকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন বিক্রেতারা।

বেলি আক্তার নামের এক নারীর সঙ্গে কথা হয়, তিনি পাইপ লাইনের গ্যাস ব্যবহার করেন। তিনি বলেন, “কয়েকদিন ধরে গ্যাসের সংকট তীব্র আকারে দেখা দিচ্ছে। চাহিদা মাফিক গ্যাস পাচ্ছি না। কিন্তু প্রতিমাসে ঠিকই বিল দিতে হচ্ছে। সকালে ঠিকমতো রান্না করা যাচ্ছে না। আগে সকালে রান্না বসালে দুপুরের মধ্যে খেতে পারতাম। এখন দুপুরের খাবার খেতে হচ্ছে বিকেলে। আর রাতের রান্না করতে হচ্ছে মধ্যরাতে।”

পান্থপথ এলাকার জুবায়ের হোসেন অভিযোগ করেন, তিনি গ্যাস সংকটের কারণে কর্মস্থলে না খেয়ে রওনা দিচ্ছেন। তিনি বলেন, “আমি প্রতিদিন সকালে অফিসে যাই। আর রুমে ফিরি সন্ধ্যায়। যেখানে সিট ভাড়া নিয়ে থাকি সেখানে নিজেই রান্না করে খাই। আমার ক্ষেত্রে যেটা হয়, সন্ধ্যায় অফিস থেকে ফিরে রান্না বসিয়ে দেই। সেই রান্না রাতে খাই আবার সকালের জন্য রেখে দেই। কিন্তু গ্যাস সংকটে কারণে রাতের রান্না বসাতে পারছি না। আবার রাত জেগে রান্না করলে সকালে অফিস যেতে লেট হবে। তাই গ্যাস সংকটের পরে বাইরেই খাবার খাই। আর দুপুরের খাবার প্রতিদিনের মতো অফিসের ক্যান্টিনে।”

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর