28 C
Dhaka
Wednesday, April 30, 2025

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তায় নৌবাহিনী

চাকুরির খবর

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম নৌঘাঁটি থেকে রওনা করেছে। প্রায় ১২০ টন ত্রাণসামগ্রী নিয়ে জাহাজটি ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশে যাত্রা করেছে এবং আগামী ১১ এপ্রিল সেখানে পৌঁছানোর কথা রয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এসময় ত্রাণ কার্যক্রম পরিদর্শন ও নৌসদস্যদের দিকনির্দেশনা দেন।

মায়ানমারে গত সপ্তাহে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে হাজারো প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মানবিক অভিযান শুরু হয়েছে। নৌবাহিনীর বহুমুখী জাহাজ ‘সমুদ্র অভিযান’-এ রয়েছে শুকনো খাবার, ওষুধ, ত্রাণকিট, বিশুদ্ধ পানি, তাবু এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম। নৌসদস্যদের একটি বিশেষ দল জাহাজে অবস্থান করছেন, যারা ইয়াঙ্গুনে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সাহায্য করবেন।

এডমিরাল নাজমুল হাসান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে আমরা মায়ানমারের ভুক্তভোগীদের জন্য এই সহায়তা পাঠাচ্ছি।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সীমানাই রক্ষা করে না, বৈশ্বিক সংকটে মানবতার সেবায়ও সর্বদা প্রস্তুত।”

এটি মায়ানমারে বাংলাদেশের তৃতীয় দফা সহায়তা। এর আগে দুই পর্যায়ে ৩১.৫ টন ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও মেডিকেল টিম পাঠানো হয়। চলতি ধাপে প্রেরিত জাহাজে ৫০ জন নৌসদস্য ও ১০ জন চিকিৎসক রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক ত্রাণ পাঠানোর পর প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেওয়া হতে পারে। পাশাপাশি, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মায়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর