22 C
Dhaka
Saturday, January 18, 2025

ভারত সবসময় বাংলাদেশের পাশে , নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়: বিক্রম দোরাইস্বামী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোরাইস্বামী। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি; কখনোই কোনো ব্যক্তির পাশে নই। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কারো পাশে নই। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই।

ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল, নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয় বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।গত ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।

এসময় সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর