21 C
Dhaka
Saturday, November 23, 2024

ভারতের মন্ত্রিসভা রদবদল হলো, বাংলাদেশে?

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

করোনার মধ্যেই ভারতের মন্ত্রিসভার বড় ধরনের রদবদল করলেন নরেন্দ্র মোদী। রদবদলের অংশ হিসেবে বিকেলে একযোগে ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেন।

পদ হারানোর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। আর সন্ধ্যায় একযোগে নতুন ৪৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে করোনা মোকাবেলায় ভারতের মন্ত্রিসভা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই ব্যর্থতার কারণে স্বাস্থ্যমন্ত্রীর সহ একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন। সামনে ভারতে ৫টি বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে মন্ত্রিসভা রদবদল করে মোদি তার সরকারের ইমেজ পুনরুদ্ধারে চেষ্টা করলেন।

ভারতের মন্ত্রিসভা রদবদলের পরই বাংলাদেশের রাজনৈতিক পাড়ায় গুঞ্জন হলো বাংলাদেশের মন্ত্রিসভা রদবদল কবে হবে। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল এবং জনমনে একটা শান্তি ফিরিয়ে আনার জন্য মন্ত্রিসভায় রদবদল গণতান্ত্রিক ব্যবস্থায় একটি চিরায়ত কৌশল।

যখনই সরকার একটা চাপের মুখে পড়ে, কিছু কিছু মন্ত্রীর ব্যর্থতা নিয়ে সর্বত্র আলাপ-আলোচনা হয় সেই সময় মন্ত্রিসভা রদবদল একটি ভালো কৌশল। কোন সরকারেরই উচিত না যে মন্ত্রিসভার দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। আর এই কারণেই মন্ত্রিসভার রদবদল একটি গণতান্ত্রিক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। ভারতের মন্ত্রিসভার রদবদলের বড় কারণ হিসেবে মনে করা হয় করোনা মোকাবেলা।

প্রশ্ন উঠেছে, বাংলাদেশে মন্ত্রিসভার কি রদবদল হবে? গত কিছুদিন ধরে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জন চলছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, মন্ত্রিসভা রদবদল আদৌ হবে কি হবে না সেটি নির্ভর করে সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের উপর। আমাদের সংবিধান অনুযায়ী এ ধরনের রদবদলের একমাত্র এখতিয়ার হলো প্রধানমন্ত্রীর।

তবে এখন বাংলাদেশের মন্ত্রিসভার রদবদল রীতিমতো গণদাবীতে পরিণত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা এবং দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রদবদল এখন একটি জাতীয় ঐক্যমতের বিষয়ে পরিণত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

সদ্যসমাপ্ত সংসদ অধিবেশনে বিরোধী দল একযোগে স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার ফিরিস্তি দেন। এর আগে সরকারি দলের দু`জন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে কথা বলেছিলেন। আর অতি সম্প্রতি শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডা: দীপু মনিও তার এলাকায় আইসিইউ কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাণ্ড জনসম্মুখে প্রকাশ করেন।

এসব প্রেক্ষিতে অনেকেই মনে করেন যে, সরকারের ইমেজ পুনরুদ্ধার এবং ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তন জরুরি। তাছাড়া সরকার তার তৃতীয় মেয়াদে অর্ধেক সময় পার করলেও এরকম বাস্তবতায় মন্ত্রিসভার একটি রদবদল অপরিহার্য বলে মনে করছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, গত দেড় বছর ধরে সরকার নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী একহাতে সবকিছু সামলাচ্ছেন। কিন্তু কিছু কিছু মন্ত্রীর এবং ব্যক্তির কার্যক্রম এমন পর্যায়ে চলেছে যে যার ফলে প্রধানমন্ত্রী একদিকে সরকারের ভাবমূর্তি টেনে তোলার চেষ্টা করছেন, অন্যদিকে কিছু ব্যক্তি যেন সরকারের ভাবমূর্তি নষ্টের প্রতিযোগিতায় নেমেছেন।

এরকম অবস্থায় ভারতের উদাহরণ বাংলাদেশ দৃষ্টান্ত হিসেবে নিবে কিনা বা ভারতের রদবদলের পথে বাংলাদেশের মন্ত্রিসভা রদবদল হবে কিনা সেটাই দেখার বিষয়।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর