30 C
Dhaka
Friday, April 11, 2025

ভক্তদের সুখবর দিলেন মাহি

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

বিগত দুই সপ্তাহ ধরে বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিবাহ বিচ্ছেদ নিয়ে যেমন মাহি নিজের মন খারাপের কথা জানিয়েছেন তেমনি ভক্তরাও ব্যাথিত হয়েছেন।

তবে এরই মাঝে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন মাহি। `আর্তনাদ` নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ছবিতে মাহির নায়ক হিসেবে থাকছেন সায়মন সাদিক। 

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান ছবিটির বিষয়ে নিশ্চিত করেছেন।

সেলিম খান বলেন, `আর্তনাদ ছবি শুরু হচ্ছে। ছবিটিতে মাহিয়া মাহি ও সাইমন সাদিক থাকছে। বাকিটা পরে জানাবো।`

মাহিয়া মাহি জানান, `একই প্রযোজনার আরও ছবির শুটিং করছি। ছবির নাম `লাইভ`। সেটাতেও আমার নায়ক সাইমন।আশা করি আমাদের নতুন ছবিটিও ভালো কিছু হবে।`

ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর জাকির হোসেন রাজুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন। প্রযোজনা সংস্থার বরাতে জানা গেছে সিনেমাটির দুই দিনের শুট ঢাকায় হবে। বাকীটা বর্ষাকালে গ্রামে দৃশ্য ধারণ হবে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর