28 C
Dhaka
Friday, November 22, 2024

বোরো ধানে ক্ষতিগ্রস্থ প্রায় ৩ হাজার কৃষক পায়নি আর্থিক সহায়তা

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া উপজেলায়  বিভিন্ন স্থানে  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রায় ৩ হাজার কৃষক পায়নি সরকার প্রদত্ত আর্থিক সহায়তা। উল্øেখ্য গত ৪ এপ্রিল টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও গরম বাতাসে বিপুল পরিমান ফসলের ক্ষতি হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে কৃষি খাতকে সক্রিয় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্থ কৃষকদের আড়াই হাজার টাকা দেয়ার উদ্যোগ নেয় অর্থ মন্ত্রনালয়।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, গরম বাতাসে উপজেলার ১৫ হাজার কৃষকের ১৮ হাজার বিঘা জমির  ধান ঝলছে গেছে। এতে ৯২ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করে কৃষি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল।

পরে  গত ২৫ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উপজেলার ক্ষতিগ্রস্থ ৯ হাজার কৃষকের তালিকা আই বাজ প্লাচ প্লাচ সফটওয়্যারের মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো  হয়।

তারপর থেকে উপজেলার প্রায় ৬ হাজার কৃষক বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে টাকা পেলেও প্রায় ৩ হাজার কৃষক কোন টাকার ম্যাসেজ পায়নি। তাই তারা হতাশ হয়ে প্রতিদিন ভিড় করছে উপজেলা কৃষি অফিসে।

পাটগাতী গ্রামের কৃষক শাহিদ আলম, গওহরডাঙ্গা গ্রামের মোজাক্কির বিল্লাহ, বর্নি গ্রামের রাবিন হাসান সহ একাধিক কৃষক জানান, শুনলাম কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা পাঠাবে ও কৃষকেরা টাকা পাবে।

কিন্তু আবেদন করার পরও এখন পর্যন্ত  কোন টাকার ম্যাসেজ আসেনি। তাই আমরা কৃষি কর্মকর্তার কার্যালয়ে জানতে এসেছি। উপজেলার ক্ষতিগ্রস্থ বাকি কৃষকেরা যাতে দ্রæত টাকা পায় সেই দাবিও জানিয়েছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল উদ্দিন বলেন, টুঙ্গিপাড়া উপজেলার ৯ হাজার ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা মন্ত্রনালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু তার মধ্যে অনেক কৃষক টাকা পায়নি বলে জানিয়েছে।

তাই যেসব ক্ষতিগ্রস্থ কৃষক সরকারের দেয়া আড়াই হাজার টাকা পায়নি তাদের তালিকা করে পূনরায় কৃষি মন্ত্রনালয়ে পাঠিয়েছি। আশা করি বাকি ক্ষতিগ্রস্থ কৃষকেরা শীঘ্রই টাকা পাবে বলে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর