লক্ষ্মীপুর প্রতিনিধি: বেতন কমিশন গঠন,৫০% মহার্ঘ ভাতা ঘোষণা, সচিবালয়ের মতো পদবী পরিবর্তন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনবর্হাল করাসহ ৫ দফা দাবীতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মো: সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মো: শাহ আলম, মো: শাহজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম, নব গঠিত ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি মহসিন কবির ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবী দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।