16 C
Dhaka
Sunday, January 19, 2025

বেগমগঞ্জে মন্দিরে হামলাকারী ৬ জন লক্ষ্মীপুর র‌্যাবের হাতে আটক

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় থেকে মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে মন্দিরে হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে।

তারা হলেন নিজাম উদ্দিন (৩৫), মো: রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২), আনোয়ারুল আজিম (৪০) তাদের প্রত্যেকের বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন বুধবার সকালে সাংবাদিকদের জানান, সিটি ফুজেট দেখে চিহ্নিত করে বেগমগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় জড়িত থাকার পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব।

পরে তাদের বেগমগঞ্জ থানায় দায়েরকৃত ৪ টি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর