মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের দশম মৃত্যুবার্ষিকী (২২ ডিসেম্বর)।
এ উপলক্ষে তার নিজ গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে বর্তমান সংসদ সদস্য এ্যড. আলহাজ্ব সাইফুজ্জামান শেখরের পিতা মরহুম আছাদুজ্জা শ্রীপুর-মোহাম্মদপুর আসনের থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে তিনি সম্মুখ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর সোহরাব হোসেন শ্রীপুর থানা আওয়ামী লীগের হাল ধরেন।
মরহুমের সন্তান মু.জুলহাস উদ্দিন ও মু.অধ্যাপক আলহাজ উদ্দিন আহমেদ এই প্রতিনিধিকে জানান, দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরা নেতাদের মৃত্যু দিবস যথাযথ মর্যাদা দিয়ে পালন করা উচিত।