অনলাইন ডেস্ক: বিসিবির সাবেক সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল বিসিবির জন্য নিজস্ব স্যাটেলাইট টিভি চ্যানেল স্টেশন করার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে তা দেখে যেতে পারেননি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ১১ বছর এই পদে দায়িত্ব পালন করার পর বিসিবি’র জন্য নিজস্ব স্যাটেলাইট টিভি স্টেশন স্থাপনের আগ্রহ ব্যক্ত করেছেন। এর জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির পরিচালনা পরিষদের সভায় এ ব্যাপারে পরিচালকবৃন্দের সম্মতি পেয়েছেন। বিসিবির সভা শেষে বিসিবি সভাপতি গণমাধ্যমকে তা বলেছেন-‘আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজ সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব।
আমরা ইনশাআল্লাহ এটা পেয়ে যাব।’ পূবাইল, গাজীপুর,চট্টগ্রামও বগুড়ায় ক্রিকেট মাঠের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং আউটার মাঠের সংস্কার কাজে হাত দেয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।
এক সময়ে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ছাড়া অন্য কেউ পেতেন না বেতন। এই বৈষম্য নিরসনে ২০১২ সালে বিসিবির সাবেক সভাপতি জাতীয় ক্রিকেট লিগের জন্য ১০৫ জন ক্রিকেটারকে প্রথম শ্রেনির ক্রিকেটে চুক্তির আওতায় এনেছিলেন।
তখন তিন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন ধার্য্য করা হয়েছিল। গত ১ দশকে উল্লেখযোগ্য হারে বাড়েনি প্রথম শ্রেনির ক্রিকেটারদের বেতন।
ক্যাটাগরি ওয়ান-‘এ’ ক্রিকেটারদের সর্বশেষ বেতন ছিল ২৮ হাজার টাকা,’বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন সেখানে ২০ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১৬ হাজার টাকা।
২০১৯ সালে প্রথম শ্রেনির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি বৃদ্ধির আন্দোলনে নেতৃত্ব দিয়ে ম্যাচ ফি বৃদ্ধির দাবিতে বিসিবিকে রাজি করাতে পারলেও বেতন বৃদ্ধির দাবি থেকেছে বিসিবিতে উপেক্ষিত।
৩০ হাজার টাকা থেকে জাতীয় লিগের টায়ার ওয়ান-এর ক্রিকেটারদের ম্যাচ ফি ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ৫০ হাজার টাকা ম্যাচ ফি উন্নীত হয়েছিল। তবে বেতন বাড়েনি।