অনলাইন ডেস্ক: বর্তমানে দেশে ১০৮টি সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আইন অনুসারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এক একর, অন্য এলাকার ক্ষেত্রে দুই একর জমি থাকতে হবে। স্থায়ী ক্যাম্পাস ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।
আর উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিদ্যমান আইনের ব্যাপারেও কোনো আপোস করার সুযোগ নেই। যেসব প্রতিষ্ঠান আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না তাদের ভর্তি বন্ধ করতেই হবে।
যেসব বিশ্ববিদ্যালয়কে ৩ মাস সময় বেঁধে দিয়ে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার চূড়ান্ত নোটিশ করা হয়েছে সেগুলো হলো-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি।
ওসব বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে যেতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। আর ৬ মাস সময় পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, গ্রিন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং দ্য পিপলস ইউনিভার্সিটি।
আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে সরকার থেকে দফায় দফায় সময় বাড়িয়ে নিয়ে চলছে। তার মধ্যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।