22 C
Dhaka
Saturday, January 18, 2025

বিনা পয়সায় উইমেন’স ডলস-এর ১ বছরের সৌন্দর্য সেবা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক:  দেশের একমাত্র নারী কেন্দ্রিক মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ’র উদ্যোগে ঈদ রেসিপির ‘ডেজার্ট’ নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঈদ ডেজার্ট কুইন ২০২৩’।

সারা দেশ থেকে চলছে রেসিপি সংগ্রহের কাজ। এরই মধ্যে ‘ঈদ ডেজার্ট কুইন ২০২৩’-এর ইভেন্টের সঙ্গে যুক্ত হলো  স্বনামধন্য বিউটি প্রতিষ্ঠান  ‌‌‌উইমেন’স ডল। 

মঙ্গলবার, ২০ জুন দুপুরে রাজধানীর কলাবাগানে উইমেন’স ডল কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পাদন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উইমেন’স ডল-এর কর্ণধার তানিয়া আফরিন ও ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল হৃদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ডেইলি ওমেন বাংলাদেশ’র ফটো এডিটর জাকির হোসেনসহ অন্যরা।

উইমেন’স ডল-এর কর্ণধার তানিয়া আফরিন বলেন, ‘নারীর সৌন্দর্য বর্ধনে সেবা দিতে আমরা এক যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছি।

‘ঈদ ডেজার্ট কুইন ২০২৩’ ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ওমেন বাংলাদেশ আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাবুল হৃদয় বলেন, ‘আমাদের প্রস্তাবে খুব সহসাই নারীর সৌন্দর্য সেবায় এগিয়ে এসেছে উইমেন’স ডল বিউটি লাউঞ্জ।

আমরা প্রতিষ্ঠানটির কর্ণধার তানিয়া আফরিন ও তার প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। 

জানা গেছে, ডেইলি ওমেন বাংলাদেশ আয়োজিত ‘ঈদ ডেজার্ট কুইন ২০২৩’-এ  ‘Top 10’ বিজয়ীরা বিনামূল্যে পাবে এক বছরের বিউটি সেবা। এছাড়া গ্রান্ড ফিনালের মঞ্চে উঠবেন তাদের সৌন্দর্য সেবা নিয়ে।

‘ঈদ ডেজার্ট কুইন ২০২৩’ সারা দেশ থেকে ১০০ জনকে নিয়ে হবে মূল প্রতিযোগিতা। সেখান থেকে ‘Top 10’ বাছাই করে গ্রান্ড ফিনালেতে অংশ নেবে প্রতিযোগিরা।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে সার্টিফিকেট দেবে ‘ওমেন বাংলাদেশ’। সবার রেসিপি ই-ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হবে ‘গ্রান্ড ফিনালে’। সেরা ১০ জন পাবেন আকর্ষণীয় পুরস্কার।

দেশ বরেন্যদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন বিজয়ীরা। পুরো অনুষ্ঠানটি দেশের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হবে।

সম্প্রতি ‘ডেইলি ওমেন বাংলাদেশ’র উদ্যোগে ‘কালিনারি কুইন ২০২৩’ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী ও নাজমা হুদাসহ রন্ধনশিল্পের সঙ্গে জড়িত গুনিজনরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর