বিডিনিউজ ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে বিএফডিসিতে কোনও বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে এফডিসিতে আসেন এই পুলিশ কর্মকর্তা।
এ সময় তিনি বলেন, নির্বাচনে দুপক্ষের অভিযোগ ছিল বহিরাগতরা এফডিসিতে এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনি পরিবেশ বানচালের চেষ্টা করছে। দুপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এসেছি।
তিনি বলেন, দুপক্ষের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি। নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেয়া দুপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবার (১৮ জানুয়ারি) থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসিতে প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে।
নির্বাচনে গণমাধ্যম কর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।