ঢাকা: দীর্ঘ এগারো বছরের বেশি সময় ধরে ভাত না খাওয়া এক বিস্ময়কর প্রতিজ্ঞায় অটল থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা অবনতির দিকে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তার এই প্রতিজ্ঞার প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তারেক রহমানের সহানুভূতির বার্তা পৌঁছে দেন।
পরে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সোহেল মাহমুদ আরাফাত-এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ফরিদপুর জেলা ড্যাবের সাবেক সভাপতি প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ খান মোঃ আরিফ, সহযোগী অধ্যাপক ডাঃ এম এম শাহিনুর ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরপি ডাঃ মোঃ মিজানুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ডাক্তাররা জানিয়েছেন, দীর্ঘদিন ভাত না খাওয়া ও অতিরিক্ত ধূমপান করার কারণে নিজাম উদ্দিনের দেহে ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সহকারী অধ্যাপক ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান-এর অধীনে ছিলেন এবং তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছেন ইন্টার্ন ডাক্তার রুফাইদা ইসলাম।
পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নষ্ট করে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন— যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত খাবেন না। সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করে চলেছেন টানা ১১ বছর।
নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তার একক রাজনৈতিক আদর্শ এবং আত্মত্যাগের এই নজির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।