19 C
Dhaka
Sunday, January 19, 2025

বিএনপি-জামায়াতের বাধা সত্বেও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

চাকুরির খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের বাধা সত্বেও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া হচ্ছে। শনিবার প্যারিসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমান বিদেশে বসেই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় প্রবাসীদের দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের কথাও বলেন শেখ হাসিনা।

পাঁচদিনের ফ্রান্স সফরের শেষ দিনে শনিবার প্যারিসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী অংশ নেন ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন নতুন উদিয়মান শক্তি হিসেবে ধীরে ধীরে এগিয়ে চলছে। তবে এই অগ্রযাত্রার পথ মসৃন ছিলো না। বিএনপিজামায়াত নানাভাবে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান। প্রবাসীরা দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করলে সব ধরনের সহায়তা দেয়া হবে।

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সেসব দেশের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রায় দুই সপ্তাহের ইউরোপ সফর শেষে দেশে ফেরার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর