26 C
Dhaka
Saturday, January 18, 2025

বাবা দিবসে ঝিলিকের গান

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

জামাল হোসেনের কথায় ও ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে বাবা দিবস নিয়ে নতুন গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এই প্রথম বাবাকে নিয়ে গান কণ্ঠে তুললেন এ গায়িকা। গানের শিরোনাম- ‘বাবা’।

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে বাবা দিবস উপলক্ষে আজই ঝিলিকের এ গানটি অবমুক্ত হবে। এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

সবশেষ মা দিবস উপলক্ষে একটি গান প্রকাশ হয়েছিল ঝিলিকের। এবার বাবা দিবসে প্রকাশ করলেন বাবাকে নিয়ে গান। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, বাবা আমারসহ সবার কাছেই আবেগ ও আস্থার একটি জায়গা।

আমার সংগীতের হাতেখড়ি বাবার কাছেই। সেই শুরু থেকে বাবা ও মায়ের পূর্ণ সহযোগিতার কারণেই আজ আমি শিল্পী ঝিলিক হতে পেরেছি। এ গানটি গাইবার সময় একটু আবেগী হয়ে পড়েছিলাম। খুব সুন্দর কথা-সুরের একটি গান।

আমার বিশ্বাস গানটি শুনলে বাবা দিবসে প্রত্যেকটি সন্তানের মনেই নাড়া দিয়ে যাবে। গানটির সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

এদিকে ঝিলিক বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান রেকর্ডিংয়ে। এর বাইরে বর্তমানে বিভিন্ন চ্যানেলের ঈদের অনুষ্ঠান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

গতকাল রাতেই তিনি এনটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করেছেন। এছাড়াও কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে এ শিল্পীর। সেগুলোও সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে বলে জানালেন ঝিলিক।

ছায়াছন্দ

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর