22 C
Dhaka
Saturday, November 23, 2024

বাজেট হলো, প্রধানমন্ত্রীর অ্যাকশন কি শুরু হবে?

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

সবকিছু অপেক্ষায় ছিল বাজেট পাসের। আজ জাতীয় সংসদে বাজেট পাস হয়েছে। বাজেটের পর প্রধানমন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন, এমনটি গুঞ্জন ছিল। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর অ্যাকশনের।

প্রধানমন্ত্রী কি অ্যাকশন নিবেন? গত দেড় বছরে করোনায় ধুঁকছে সারাবিশ্ব, সঙ্গে বাংলাদেশ। প্রথম ঢেউ বাংলাদেশ শেষপর্যন্ত মোকাবেলা করতে পারলেও দ্বিতীয় ঢেউয়ে একের পর এক সমন্বয়হীন সিদ্ধান্ত এবং নানা রকম সমন্বয়হীনতা সরকারকে কিছুটা হলেও চাপে ফেলেছে।

এরকম পরিস্থিতির মধ্যেই মনে করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী এসব ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। গত কিছুদিন ধরেই মন্ত্রিসভায় রদবদলের কথা আলোচনা হচ্ছিল। প্রধানমন্ত্রী কি মন্ত্রিসভার রদবদল করবেন? এই প্রশ্নটিই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ, মন্ত্রিসভার বেশ কিছু সদস্যের ব্যর্থতা, দায়িত্বহীনতা এবং অযোগ্যতার অভিযোগ উঠেছে।

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনেও মন্ত্রিসভার কিছু ব্যর্থ মন্ত্রীদের নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কেউ কেউ। সাম্প্রতিক সময়ে আমলাতন্ত্রের উত্থান নিয়ে কথাবার্তা হয়েছে এবং জাতীয় সংসদ আমলাতন্ত্র নিয়ে অত্যন্ত সরব ছিলেন। তাই প্রশ্ন উঠেছে যে, প্রধানমন্ত্রী কি আমলা এবং রাজনীতিবিদদের সমন্বয়ের জন্য কোন উদ্যোগ নেবেন।

বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমলাদের যে দৌরাত্ম্য সেটি বন্ধের জন্য তিনি কোন উদ্যোগ নেবেন কিনা এটি এখন এক বড় প্রশ্ন। কারণ দেখা গেছে যে, এই করোনাকালীন সময় আমলারা বেশ কিছু কাজ করেছে যে কাজগুলো জনগণের পক্ষে নয়। এই লকডাউনের প্রজ্ঞাপন নিয়েই যে বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত আমলারা একের পর এক দিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। এখন সবাই তাকিয়ে আছেন যে প্রধানমন্ত্রী আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করবেন কিনা।

সাম্প্রতিক সময়ে, টিকা নিয়ে সংকট দেখা দিয়েছে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যেই প্রধানমন্ত্রী আশাবাদী বাণী শুনিয়েছেন জাতিকে। তিনি বলেছেন যে, টিকা সংকট কেটে গেছে। জুলাই থেকে আবার টিকা কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মানুষ আশ্বস্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগেই টিকা কর্মসূচিকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন। এখন করোনা মোকাবেলায় সরকার কি করবে, এই লকডাউন কতটুকু থাকবে, লকডাউনে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কি রকম উদ্যোগ নেয়া হবে সেইসব প্রশ্নগুলো এখন সামনে এসেছে।

সরকারের একাধিক নীতিনির্ধারকরা বলছিল যে, বাজেট নিয়ে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে অনেক ব্যস্ত। আর এ কারণেই তিনি এসব ব্যাপারে নজর দেবেন বাজেটের পর। এখন বাজেট শেষ হলো। এখন মানুষ তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। বাংলাদেশ আওয়ামী লীগ গত তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে এবং এই ক্ষমতার কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জনগণের কাছে একজন সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি যে কোন সংকটে জনগণের জন্য সাহসী এবং উদ্ভাবনী সব সিদ্ধান্ত নিয়ে আসেন এবং যে সিদ্ধান্তগুলো সংকট সমাধানের পথ সহজ করে দেয়।

আর তাই এখন যে সংকটগুলোর মধ্যে দেশ ঘুরপাক খাচ্ছে সেই সংকটগুলো উত্তরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাকশন জরুরি বলে মনে করছেন অনেকে। আর এখন যেহেতু বাজেট শেষ হয়ে গেছে দেখার বিষয় প্রধানমন্ত্রী কি অ্যাকশন নেন।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর