22 C
Dhaka
Saturday, January 18, 2025

বাংলালিংক এখন ৪ কোটি গ্রাহকের কোম্পানি!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ২০২২ সালের শেষে টফির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১২ লাখে এসে দাঁড়ায়। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২-এর এক্সক্লুসিভ লাইভস্ট্রিমিংয়ের কারণে এর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত বছর টফির দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৫২ লাখ, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫ গুণ বেশি। বাংলালিংকের সেলফ কেয়ার মোবাইল অ্যাপ মাইবিএল সুপার অ্যাপও বছর শেষে ৫৭ লাখ ব্যবহারকারী নিয়ে ভালো ফলাফল অব্যাহত রেখেছে।

বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের আয়ের প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে বাংলালিংকের আয় পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ কোটিতে দাঁড়ায়।

যা টানা তিন প্রান্তিকে দুই অংকের প্রবৃদ্ধি আয় বৃদ্ধিতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটিকে। বাংলালিংকের সেবা থেকে বাৎসরিক আয় ও ডেটা থেকে বাৎসরিক আয়ও ২০২২ সালে যথাক্রমে ১২ দশমিক ৩ শতাংশ ও ২৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নেদারল্যান্ডভিত্তিক টেলিকমিউনিকেশন কোম্পানি বাংলালিংক এখন ৪ কোটি গ্রাহকের টেলিকমিউনিকেশন কোম্পানি। ২০২২ সালে কোম্পানিটি বাৎসরিক আয়ে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে।

সোমবার (২০ মার্চ) গুলশানে বাংলালিংক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় বাংলালিংক কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বলা হয়, ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি দেশে ডিজিটাল সেবায় বাংলালিংককে শীর্ষ অবস্থান নিতে বিশেষ ভূমিকা পালন করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গত বছর কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্ক প্রায় ৪০ শতাংশ সম্প্রসারণ করে। এর ফলে কোম্পানির মোট সাইটের সংখ্যা ১৪ হাজার ১০০ অতিক্রম করে।

উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক সম্প্রতি ৪ কোটি গ্রাহক অর্জনেও সক্ষম হয়। তিন বছরে টানা ষষ্ঠবারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে‘ ‘‌ওকলাঞ্জে স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ অর্জনের পাশাপাশি বাংলালিংক ২০২২ সালে দেশের অপারেটরদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক অর্জন করেছে।

বাংলালিংক বোর্ডের চেয়ারম্যান ও ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু বলেন, বাংলাদেশে ভিওন-এর ধারাবাহিক বিনিয়োগের সুস্পষ্ট ফলাফল দেখে আমি আনন্দিত। টানা তিন প্রান্তিকে বাংলালিংকের দুই অংকের প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে আমাদের সাফল্যের প্রমাণ।

ডিজিটাল অপারেটর ভিত্তিক কৌশলের অংশ হিসেবে বাংলালিংক প্রবৃদ্ধির হার বাড়িয়ে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে ভূমিকা রাখতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্রমবর্ধমাণ ডিজিটাল মার্কেটে ধারাবাহিকভাবে উন্নত ডিজিটাল সেবা দিয়ে এই লক্ষ্য বাস্তবায়ন করবে বাংলালিংক।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর