16 C
Dhaka
Sunday, January 19, 2025

বাংলার জনগণই শেখ হাসিনার মুকুট, তার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে: বেগম মতিয়া চৌধুরী

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে বীরদর্পে রেডিও টেলিভিশনে গিয়ে স্ব-ঘোষিত খুনিরা বলেছিল আমাদের বিচার কে করবে?

তৎকালীন জিয়াউর রহমান এবং তার পত্মী বেগম খালেদা জিয়া সেই সব স্ব-ঘোষিত খুনীদের প্রতিষ্ঠিত করতে ইনডিএমিউটি (কালো আইন) পাশ করে ছিলেন। কিন্তু আল্লাহর মাইর দুনিয়ার বাইর। দেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিচ্যুতি ঘটাতে পারেনি।

তাই দেশের জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি অকুন্ঠ সমর্থনে বেগম খালেদা জিয়ার আমলে পার্লামেন্টে সেই আইন বাতিল করে দেশের মাটিতে হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হয়েছে। 

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন সকলকে সজাগ থাকতে হবে। বন্দুকের নল নয়, জনগণই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি। বাংলার জনগণই শেখ হাসিনার মুকুট। তার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দীর্ঘ ৬ বছর পর ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনর উদ্ভোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালামের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। 

ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী (নাদেল) এমপি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের অন্যতম সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জি.এস.এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামান আব্দুন নাসের বাবুল, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সর্ব সম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় আগামী তিন বছরের জন্য ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি কে সভাপতি এবং এড. আব্দুস ছালাম কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর