22 C
Dhaka
Tuesday, December 3, 2024

বাংলাদেশ ব্যাংকের পরিচালক লিজা ফাহমিদা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: লিজা ফাহমিদা বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস এবং ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক কর্মীদের সাহিত্য সংগঠন অধিকোষের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, জাপান, কম্বোডিয়া, হংকং, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরে প্রশিক্ষণ নিয়েছেন।  

বাংলাদেশ ব্যাংক ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত পরিচালক লিজা ফাহমিদা। সম্প্রতি তাকে এ পদে পদোন্নতি দেয়া হয়। লিজা ফাহমিদা ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

এর আগে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। লিজা ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স এবং এমকম (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন।

পরবর্তী সময়ে তিনি প্রেষণে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি প্রেষণে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের অধীনে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের চ্যান্সেলর লেটার অব কমেন্ডেশন প্রাপ্ত হন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর