অনলাইন ডেস্ক: না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে জি মুস্তাফা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৭ জুলাই) ভোর ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।
ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন কে জি মুস্তাফা।
কে জি মুস্তাফা স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটসহ আরও গুরুত্বপূর্ণ স্মারকেরও নকশাকার। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি কে জি মুস্তাফাকে নিয়ে লেখা একটি প্রতিবেদন ছাপা হয়েছিল প্রথম আলোর ‘ছুটির দিনে’ পাতায়। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ লেখাটি আবার প্রকাশ করা হলো।